ঢাকা বুধবার, মে ১, ২০২৪
দুর্গা পূজায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে ছাড় দেয়া হবে না----রাজবাড়ী থানার ওসি
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৯-২৪ ১৪:৩৬:১১
রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন গতকাল ২৪শে সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বিভিন্ন দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেন -মাতৃকন্ঠ।

রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেছেন, আসন্ন দুর্গা পূজায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে ছাড় দেয়া হবে না। কঠোর ব্যবস্থা নেয়া হবে।

   গতকাল ২৪শে সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বিভিন্ন দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

   ওসি আরো বলেন, আসন্ন দুর্গা পূজায় শহর-গ্রাম সর্বত্র কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকবে। যাতে কোন মানুষ নিরাপত্তাহীনতায় না থাকে। দুর্গা পূজা মণ্ডপগুলোতে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। মূল কথা হচ্ছে রাজবাড়ী সদর উপজেলায় শান্তিপূর্ণভাবে দুর্গা পূজা করতে যা যা করার দরকার সবই আমরা করবো। পরিদর্শনকালে তিনি পূজা কমিটিগুলোর নেতৃবৃন্দের সাথে নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে কথা বলেন এবং সার্বক্ষণিক তার সাথে যোগাযোগ রক্ষা করার অনুরোধ জানান। 

মহান মে দিবস উপলক্ষ্যে পুলিশ সুপারের বাণী
নববর্ষ ১৪৩১ উপলক্ষ্যে রাজবাড়ীর পুলিশ সুপারের শুভেচ্ছা বাণী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পুলিশ সুপারের শুভেচ্ছা বাণী
সর্বশেষ সংবাদ