রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজার এলাকা থেকে ৬জন গাঁজাসেবীকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে খানখানাপুর ফাঁড়ি পুলিশের একটি দল গত ৩০শে সেপ্টেম্বর রাত ১০টার দিকে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম (কল্কি, গাঁজা কাটার কাটনি-কাঠ, গ্যাস লাইট ইত্যাদি) উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-খানখানাপুর ইউনিয়নের চরখানখানাপুর গ্রামের মৃত ইমান মোল্লার ছেলে ইদ্রিস মোল্লা (৫৮), মৃত ইন্তাজ মোল্লার ছেলে জহিরুল ইসলাম ডাবলু (৩২), মৃত মজিদ শেখের ছেলে আবুল কালাম আজাদ (৪৬), মৃত জলিল মিয়ার ছেলে লিটন মিয়া (৩৫), খোলাবাড়ীয়া গ্রামের মৃত মোতালেব শেখের ছেলে ইসমাইল শেখ (২৮) ও আলীপুর গ্রামের রহমান শেখের ছেলে রাজ্জাক শেখ (৩৮)। পরে গ্রেফতারকৃতদের রাজবাড়ী থানায় হস্তান্তর করে খানখানাপুর পুলিশ ফাঁড়ির এএসআই পলাশ বড়ুয়া বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেন।
এছাড়াও একই রাতে রাজবাড়ী থানার এসআই কামরুজ্জামান শিকদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে থানার একটি মামলার আসামী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের রশোড়া গ্রামের মৃত হাসেম মুন্সির কালা মুন্সি (৪৭)কে গ্রেফতার করেন।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, গ্রেফতারকৃতদের গত ১লা অক্টোবর আদালতে সোপর্দ করা হয়।