রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের নতুন পাড়ায় বিনামূল্যে ২৫টি পরিবারের মধ্যে স্বাস্থ্য সম্মত আধা পাকা পায়খানা বিতরণ করা হয়েছে।
মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে আলোর দিশারী মহিলা উন্নয়ন সংস্থার সহায়তায় গত ৩০শে সেপ্টেম্বর পায়খানাগুলো বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুল হক খান মামুন। আলোর দিশারী মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নূরজাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন এবং দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম।