ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
বালিয়াকান্দিতে সরকারী অফিসের ছাদের পলেস্তারা খসে প্রশিক্ষনার্থী ৩ নারী আহত
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-১০-১৭ ১৪:১২:৩১
বালিয়াকান্দি উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের পরিত্যক্ত ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে গতকাল ১৭ই অক্টোবর ৩জন নারী আহত হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের পরিত্যক্ত ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে ৩জন নারী আহত হয়েছেন।
  গতকাল ১৭ই অক্টোবর দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই ভবনে থাকা আরও ৫টি সরকারী অফিসের কর্মকর্তা-কর্মচারীগণসহ মহিলা বিষয়ক দপ্তরে আসা নারী প্রশিক্ষনার্থীরা চরম আতংকের মধ্যে রয়েছেন।
  আহত নারীরা হলেন-বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামের গওছেল আযমের স্ত্রী ফিরোজা খাতুন(২৫), মোয়াজ্জেম খানের স্ত্রী কোহিনুর বেগম(৩০) ও বাবুলতলা গ্রামের মিনা আক্তার(২০)। তাদের মধ্যে মিনা আক্তার প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী ফিরলেও অপর ২জন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তারা ৩জনই মহিলা বিষয়ক অধিদপ্তরের আধুনিক দর্জি বিজ্ঞান ট্রেডের প্রশিক্ষণার্থী। পরিত্যক্ত ভবনটিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ছাড়াও উপজেলা পরিসংখ্যান, শিক্ষা প্রকৌশল, দারিদ্র বিমোচন ও সেটেলমেন্ট অফিস রয়েছে। ওই অফিসগুলোর কর্মকর্তা-কর্মচারীরাও প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই কাজ করে যাচ্ছেন।
  সরেজমিন গিয়ে দেখা যায়, মহিলা বিষয়ক দপ্তরের ছাদের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। পলেস্তারা খসে পড়ছে। প্রশিক্ষণ রুমে গিয়ে দেখা যায়, ভবনের ছাদের পলেস্তারা খুলে মেঝেতে পড়ে আছে। প্রশিক্ষণার্থীরা বারান্দায় সারিবদ্ধভাবে বসে আছে।
  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন বলেন, দীর্ঘদিন ধরেই আমরা পরিত্যক্ত ভবনটিতে ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছি।
  উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান বলেন, ঘটনাটি শোনার পর দ্রুত ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলেছি। দ্রুতই তাদেরকে অন্য ভবনে সরিয়ে নেয়া হবে।
  উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ভবনটি অনেক পুরাতন। অনেক আগেই ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আমরা খুব দ্রুতই আমরা তাদেরকে অন্য ভবনে সরিয়ে আনবো।   

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ