“শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল সোমবার শেখ রাসেল দিবস-২০২১ পালন করেছে রাজবাড়ী পৌরসভা। দিবসটি উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে পৌরসভা। বাদ যোহর বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় পৌর মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, পৌর সচিব মোঃ তায়েব আলী ও কাউন্সিলরবৃন্দসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।