সাম্প্রতিক সময়ে কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গতকাল ২১শে অক্টোবর বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে হিন্দু মহাজোট ও ছাত্র মহাজোটের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন চলাকালে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ২নং সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। অন্যান্যের মধ্যে হিন্দু মহাজোটের জেলা শাখার আহ্বায়ক লক্ষণ চন্দ্র মন্ডল, সদস্য সচিব এডঃ বাসুদেব প্রামাণিক, যুগ্ম-আহ্বায়ক প্রভাত ভাদুরী, ছাত্র মহাজোটের জেলা শাখার যুগ্ম-সদস্য সচিব সূর্য কুমার শিকদার, বিপুল কুমার রায়, ইন্দ্রজিৎ বিশ্বাস, রতন দাস, সহদেব বিশ্বাস, সবিতা রায়, সঞ্জয় চক্রবর্তী, গণেশ চন্দ্র পাল, রাম চন্দ্র শিকদার প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ সাম্প্রতিক সময়ে কুমিল্লা, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবী জানান।
মানববন্ধন শেষে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়কের পান্না চত্ত্বর এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়।