নতুন করে রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার-সিলিমপুর এলাকায় শহর রক্ষা বেড়ীবাঁধে ভাঙন দেখা দিয়েছে।
গতকাল ২১শে অক্টোবর ভোরে ওই এলাকার ৩০ মিটার সিসি ব্লক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর ফলে পদ্মা পাড়ের মানুষের মাঝে আবারও ভাঙন আতঙ্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ বিশ্বাস বলেন, এখানে স্থায়ীভাবে নদী ভাঙন ঠেকানোর জন্য কাজ করতে হবে। যেভাবে কাজ হচ্ছে এভাবে কাজ করলে শহর রক্ষা বাঁধ কখনো টিকবে না। তাই আমাদের দাবী থাকবে স্থায়ীভাবে যেন এখানে বাঁধ তৈরি করে আমাদেরকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করা হয়।
ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ বলেন, আমাদের নদী ভাঙন ঠেকানোর কাজের জন্য জিও ব্যাগসহ অন্যান্য উপকরণ এসেছে। আমরা দ্রুত ভাঙন প্রতিরোধের কাজ শুরু করবো।