মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান বিষয়ক রাজবাড়ী জেলা কমিটির সভা গতকাল ২১শে অক্টোবর সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ও কমিটির সভাপতি দিলসাদ বেগমের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সঞ্চালনায় সভায় এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বিমল কুমার দাশসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণ রাণী সাহা, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুল হক খান মামুন, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মাহফুজুর রহমান, সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) আকাশ কুমার কুন্ডু, পাংশা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) নুজহাত তাসনীম আওন, গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ হাসিবুল হাসান, কালুখালী উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ ইসমাইল হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান, সদর উপজেলা সহকারী প্রকৌশলী কুন্তল বিশ্বাস, পাংশা উপজেলা প্রকৌশল মোঃ জাবির হোসেন, গোয়ালন্দ উপজেলা প্রকৌশলী বজলুর রহমান খান, বালিয়াকান্দি উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর বাদশাহ্, কালুখালী উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুল ইসলাম জোয়ার্দ্দার, সদর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, ভূমিহীন ও গৃহহীনদের সরকারীভাবে জমি ও ঘর করে দেয়া মাননীয় প্রধানমন্ত্রীর একটা স্বপ্ন। প্রধানমন্ত্রীর স্বপ্ন মানেই সেটা আমাদেরও স্বপ্ন। এই গৃহ নির্মাণ কাজে কোন অভিযোগ আসলে কেউ সেটার দায় এড়াতে পারবে না। সবাই মিলে প্রকল্পটা যথাযথভাবে বাস্তবায়ন করবো।