মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি দল গতকাল ২২শে অক্টোবর সন্ধ্যা ৬টায় দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে বড় ভবানীপুর গ্রামে অভিযানে চালিয়ে ৫শত গ্রাম গাঁজাসহ বিক্রেতা জামাল উদ্দিন প্রামানিক (৫৫)কে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জামাল উদ্দিন বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের মৃত জব্বার প্রামানিকের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন খান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে ৫শত গ্রাম গাঁজাসহ জামাল উদ্দিন প্রামানিককে গ্রেফতার করে। এরপর উদ্ধারকৃত আলামতসহ আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে রাজবাড়ী থানায় সোপর্দ করা হয়।