র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ২২শে অক্টোবর বিকাল সাড়ে ৩টায় রাজবাড়ী শহরের চর লক্ষীপুর জেলা কারাগারের সামনে অভিযান পরিচালনা করে মোঃ জসিম মল্লিক(২৪), পিতা-মৃত রশিদ মল্লিক, মোঃ মাসুদ মল্লিক(২৫), পিতা-মোঃ আলতাফ মল্লিক, উভয় সাং-সারুটিয়া, থানা-বালিয়াকান্দি এবং মোছাঃ সখিনা আক্তার ওরয়ে সুন্দরী(২০), পিতা-মৃত আকবর আলী, সাং-জয়রামপুর, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীদেরকে ২৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছে থাকা মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি সীমকার্ডসহ ৩টি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ৪হাজার টাকা জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে রাজবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।