রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে অক্টোবর/২০২১ মাসের জেলা রাজস্ব সম্মেলনসহ ভূমি ব্যবস্থাপনা বিষয়ক ৫টি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৪শে অক্টোবর সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রায়ের সঞ্চালনায় সভায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার(ভূমি) মোঃ ইসমাইল হোসেন, সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) আকাশ কুমার কুন্ডু, গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসানসহ রাজস্ব ও ভূমি ব্যবস্থাপনা সম্পর্কিত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।