রাজবাড়ী সদর উপজেলা পরিষদের মাসিক সভা গতকাল ২৪শে অক্টোবর বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি উপজেলা চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে সভায় পরিষদের উপদেষ্টা ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, পরিষদের সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগমসহ উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।