ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫
মাঝবাড়ী হুরুননেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারপিট॥কালুখালী থানায় মামলা
  • চঞ্চল সরদার
  • ২০২১-১০-২৪ ১৪:২২:৫৪

স্কুল কমিটির দ্বন্দ্বের জেরে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী হুরুননেছা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান খানকে মারপিটের ঘটনায় মামলা দায়ের হয়েছে। 
  প্রহৃত প্রধান শিক্ষক হাফিজুর রহমান খান বাদী হয়ে গত ২২শে অক্টোবর ৫জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। কালুখালী থানায় মামলা নং-৭, তাং-২২/১০/২০২১ইং, ধারাঃ ১৪৩/৩২৩/৩০৭/৫০৬/৩৪ পেনাল কোর্ড। 
  মামলায় মাঝবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার আনোয়ার হোসেন ওরফে লিচু(৬৮), মাঝবাড়ী গ্রামের কাজী লিয়াকত হোসেন ওরফে নাথু(৫৩), খন্দকার মিজানুর রহমান(৬২), কাজী হাফিজুল হক ওরফে গোলজার(৬০) এবং একই উপজেলার দয়ারামপুর গ্রামের সুলতান মোল্লার ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫)কে আসামী করা হয়। 
  মামলা সূত্রে প্রকাশ, গত ২২শে অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে হাফিজুর রহমান খান মাধ্যমিক শিক্ষা অফিসারের নির্দেশনা মোতাবেক স্কুলের ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিনের তালিকা করতে সোনাপুর বাজারে যান। বাজারের একটি স্টুডিওতে বসে কাজ করার সময় কাজী লিয়াকত হোসেন ওরফে নাথু তার মোবাইলে ফোন করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার আনোয়ার হোসেন ওরফে লিচু’কে ফোন ধরিয়ে দিয়ে কথা বলতে বলেন। লিচু তাকে নাথু’র পাটের পাটের গুদামে যেতে বলেন। হাফিজুর রহমান সেখানে গেলে স্কুলের এডহক কমিটির বিষয়াদি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আসামীরা তাকে কিল, ঘুষি, লাথি দেয়াসহ চেয়ার দিয়ে পিটিয়ে আহত করে।  

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় সাবেক এমপি কাজী কেরামত আলী কারাগারে
গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ
কারাগারে যাওয়ার আগে জামায়াত নেতার সাথে সাবেক প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর করমর্দন
সর্বশেষ সংবাদ