রাজবাড়ী পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮ই ডিসেম্বর সন্ধ্যায় রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব মাহবুব আলম চৌধুরী দুলালের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও পৌর কাউন্সিলর মোঃ জহির রাজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী, বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব(দায়িত্বপ্রাপ্ত) এডঃ কামরুল আলম, অন্যান্যের মধ্যে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, সাবেক দপ্তর সম্পাদক খন্দকার নুরুল নেওয়াজ নুরু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি গোলাম কাশেম, বর্তমান সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মহব্বত হোসেন খোকন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম.এ খালেদ পাভেল, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান বকুল, আশরাফুল আলম, পৌর যুবদলের সাবেক সভাপতি শামসুল আলম খান রানা, খাইরুল ইসলাম ভুইয়া খাইরু, যুবদল নেতা রনি চৌধুরী, ছাত্রদল নেতা আরজাদ হোসেন আজাদ, সেলিম চৌধুরী, নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত বিদেশে চিকিৎসার ব্যবস্থার দাবী জানানোসহ গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, গত ১৩ই নভেম্বর জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী এবং সদস্য সচিব (দায়িত্বপ্রাপ্ত) এডঃ কামরুল আলম রাজবাড়ী পৌর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত কমিটিতে আলহাজ্ব মাহবুব আলম চৌধুরী দুলালকে আহ্বায়ক, মীর লায়েক আলী, রবিউল ইসলাম রবি, গোলাম কাশেম, শাহ মোঃ আলমগীর, মশিউর রহমান বকুল, মোঃ আশরাফুল আলম, আঃ রাজ্জাক (সাবেক কাউন্সিলর), অর্ণব নেওয়াজ ঋষিত, এম.এ খালেদ পাভেল, শহিদুল ইসলাম শহিদ, এস.এম ফারুখ, প্রভাষক ইয়াসমিন আক্তার পিয়া, মাসুদুর রহমান লাল, তানভীর হোসেন ও মোঃ হাসমত আলীকে যুগ্ম-আহ্বায়ক, পৌর কাউন্সিলর জহির রাজকে সদস্য সচিব এবং জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে ১নং সদস্য করা হয়েছে।