ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
গোয়ালন্দ উপজেলায় আন্তর্জাতিক দুুর্নীতি বিরোধী দিবস পালিত
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১২-০৯ ১৪:৩৫:১৭
গোয়ালন্দে নানা আয়োজনে গতকাল ৯ই ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। 

  এ উপলক্ষে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৯ই ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দুর্নীতি বিরোধী পতাকা উত্তোলন, মানববন্ধন ও র‌্যালী শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

  উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোস্তফা মুন্সী, আলোচক হিসেবে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ্ আল তায়াবীর, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সফি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক রায়হান, অন্যান্যের মধ্যে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। 

  বক্তাগণ দুর্নীতির বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং ছোটবেলা থেকেই শিশুদের দুর্নীতির কুফল সম্পর্কে সচেতন করার উপর গুরুত্ব আরোপ করেন। 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ