ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
গোয়ালন্দে ভূমি অফিসের সার্ভেয়ার আশরাফুল হেরোইনসহ গ্রেফতার
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১২-০৯ ১৪:৩৭:৩২

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আশরাফুল হক (৩৭)কে ১২ পুরিয়া হেরোইনসহ পুলিশ গ্রেফতার করেছে।
   গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ই ডিসেম্বর বিকালে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল দৌলতদিয়া ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সার্ভেয়ার আশরাফুল হক প্রায় ৩বছর ধরে গোয়ালন্দ উপজেলা ভূমি অফিসে সার্ভেয়ার পদে কর্মরত রয়েছেন। তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কালোয়া গ্রামের সামছুর রহমান জোহার ছেলে।
  গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেফতারকৃত সার্ভেয়ার আশরাফুল হকের কাছ থেকে ১.২ গ্রাম ওজনের ১২ পুরিয়া হেরোইন ছাড়াও তার ব্যবহৃত মোটর সাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ৯ই ডিসেম্বর তাকে আদালতে সোপর্দ করা হয়। 
   এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম বলেন, সার্ভেয়ার আশরাফুল হকের গ্রেফতারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ