ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কালুখালীতে পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেলেন বাবা
  • রাকিবুল ইসলাম
  • ২০২১-১২-১১ ১৩:১৬:৫৩
কালুখালীতে ২বছর পূর্বে হারিয়ে যাওয়া ছেলেকে গত শুক্রবার রাত ৯টার দিকে কালুখালী থানার পুলিশ ছেলেটিকে স্থানীয় ইউপি সদস্যর উপস্থিতিতে পরিবারের কাছে হস্তান্তর করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীর কালুখালীতে থানা পুলিশের সহযোগিতায় ২বছর পূর্বে হারিয়ে যাওয়া মহানন্দ দাস (১৮) ছেলেকে ফিরে পেয়েছেন নীলফামারীর এক বাবা দিনেশ দাস।

  কালুখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ই ডিসেম্বর দিবাগত রাতে কালুখালী উপজেলার বোয়ালিয়া মোড়ে একটি ছেলে এলোমেলোভাবে ঘোরাফেরা করছে। তাকে সন্দেহ হলে স্থানীয়রা কালুখালী থানা পুলিশকে খবর দেয়। পরে কালুখালী থানার এসআই রুপম কুমার সরকার ঘটনাস্থলে গিয়ে নাম ঠিকানা জিজ্ঞাসা করে। একপর্যায়ে ছেলেটিকে থানায় নিয়ে আসে। পরে জিজ্ঞাসাবাদ করা হলে নীলফামারী জেলার ডুমার ইউনিয়নের তথ্য দিলে এসআই ইন্টারনেটের মাধ্যমে ঐ এলাকার ইউপি সদস্য নারায়ন চন্দ্র দাসের মোবাইল নাম্বারে যোগাযোগ করেন। ইউপি সদস্য ছেলেটির বাবার পরিচিত হওয়ায় রাতেই ভিডিও কলের মাধ্যমে বাবা-মা ছেলেটিকে হারানো সন্তান হিসেবে সনাক্ত করে। পরদিন শুক্রবার রাত ৯টার দিকে কালুখালী থানায় এলে থানা পুলিশ ছেলেটিকে স্থানীয় ইউপি সদস্যর উপস্থিতিতে পরিবারের কাছে হস্তান্তর করেন।

  ছেলেটির বাবা দিনেশ দাস জানান, তার ছেলের নাম মহানন্দ দাস (১৮) তিনি নীলফামারী জেলার ডুমার ইউপির ছোট রাওতা গ্রামের বাসিন্দা। গত দুই বছর আগে ছেলেটির মানসিক সমস্যার কারণে হারিয়ে যায়। অনেক খোঁজাখুজি করার পরও না পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার কালুখালী থানা পুলিশের সহায়তায় আমার ছেলেকে পাওয়া গিয়েছে বলে সংবাদ পাই। আমি আমার ছেলেকে পেয়ে অনেক খুশি।

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ