ঢাকা বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
ডেঙ্গুতে আক্রান্ত রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টির নেতা রেজাউল করিম রেজা’র মৃত্যু
  • হেলাল মাহমুদ
  • ২০২১-১২-১৯ ১৬:১০:২১
রাজবাড়ী শহরের রেলওয়ে ঈদগাঁহ ময়দানে গতকাল ১৯শে ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি এডঃ রেজাউল করিম রেজা’র নামাজে জানাযা অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

ডেঙ্গুতে আক্রান্ত রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এডঃ রেজাউল করিম রেজা(৫৭) মারা গেছেন।  

  গতকাল ১৯শে ডিসেম্বর সকাল সাড়ে ৭টার দিকে রাজধানী ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শহরে শোকের ছায়া নেমে আসে। 

  বিকাল ৩টায় তার মরদেহ প্রথমে জেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে দলীয়ভাবে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য বকুল বিশ্বাস, মনোজ কুমার সাহা, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, সাবেক পৌর কমিশনার আরবান আলী, জেলা যুব মৈত্রীর সভাপতি এডঃ বিপ্লব কুমার রায় প্রমুখ প্রয়াত রেজার রাজনৈতিক জীবন ও কর্মের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন। 

  দলীয় কার্যালয় থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় জেলা বার এসোসিয়েশনে। সেখানে জেলা বার এসাসিয়েশনের পক্ষ থেকে নেতৃবৃন্দ এবং সাধারণ আইনজীবী পরিষদসহ সহকর্মীদের শ্রদ্ধা নিবেদনের পর রেলওয়ে ঈদগাঁহ ময়দানে জানাযার নামাজ শেষে মরদেহ শহরের ভবাণীপুর ২নং পৌর কবরস্থানে দাফন করা হয়। 

  জানাযার নামাজের পূর্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, ওয়াকার্স পার্টির নেতা ও বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান সালাম, ছাত্র মৈত্রীর সাবেক নেতা সেলিম, প্রয়াত রেজার বড় ভাই রানা প্রমুখ বক্তব্য রাখেন। 

  জানাযাতে এডঃ রেজাউল করিম রেজা’র মামাতো ভাই সাবেক পররাষ্ট্র সচিব মোঃ শহিদুল হক, রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, জেলা জাতীয় পার্টির সভাপতি এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান খান মোমিন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডঃ খান মোঃ জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও রাজবাড়ী জেলা শাখার সভাপতি রুহুল আমিন গাজী বিপ্লবসহ রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, আইনজীবী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জানাযার নামাজে অংশগ্রহণ করেন। 

  জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর গত ১৭ই ডিসেম্বর তাকে(এডঃ রেজাউল করিম রেজাকে) ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন গত ১৮ই ডিসেম্বর বিকালে তাকে সেখান থেকে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।   

  উল্লেখ্য, রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা ৩নং সড়কের বাসিন্দা এডঃ রেজাউল করিম রেজা রাজবাড়ী বাজারের করিম সু হাউজের(জুতার দোকান) সত্ত্বাধিকারী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল ২১শে ডিসেম্বর বাদ আসর রহিমুন্নেছা জামে মসজিদে তার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।  

প্রতিবন্ধী সন্তান সমাজের বোঝা না; তাদেরকে সাথে নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চাই-----জেলা প্রশাসক
 রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
 ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল গঠনমূলক সম্পর্ক চায় ঃ হাইকমিশনার
সর্বশেষ সংবাদ