ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
পাংশার মাছপাড়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতা॥হামলায় আহত-৩
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০১-০৫ ১৩:৫৫:০৬
পাংশা উপজেলার মাছপাড়া ইউপিতে গতকাল ৫ই জানুয়ারী সকালে নির্বাচনী সহিংসতায় ৩জন আহত হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউপিতে নির্বাচনী সহিংসতায় ৩জন আহত হয়েছে। 
  আহতরা হলো-ইভা এনায়েত গ্রামের ওসমান গণি, সিঙ্গের গ্রামের রাকিবুল ইসলাম ও সানার উদ্দিন। 
  আহত রাকিবুল ইসলাম বলেন, আমরা সকালে(৫ই জানুয়ারী) ভোট কেন্দ্রে গেলে বর্তমান মেম্বার সনথের ভাইসহ কয়েকজন আমাদের উপর হামলা চালায়। এ সময় তারা লাঠিসোটা দিয়ে পিটিয়ে ও হাতুড়ী গিয়ে আঘাত করে আমাদেরকে আহত করে। আমরা আনারসে ভোট দিবো ভেবে তারা আমাদেরকে ভোট কেন্দ্রে ঢুকতে না দিয়ে এই হামলা চালায়।
  স্থানীয় পল্লী চিকিৎসাক জানান, আহত রাকিবুলের মাথায় ৮/১০টা সেলাই লেগেছে। তার পায়েও আঘাত করা হয়েছে। সানার উদ্দিনের মাথা ফেটে গেছে। তারও সেলাই দিতে হবে। 

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ