ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
রাজবাড়ীর লক্ষ্মীকোলে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০২-১২ ১৩:০৮:৪৭
রাজবাড়ী শহরের লক্ষ্মীকোলে গত ১১ই ফেব্রুয়ারী সন্ধ্যায় স্থানীয় ইমন স্মৃতি সংঘ আয়োজিত নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু পুরস্কার বিতরণ করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী শহরের লক্ষ্মীকোল এলাকার পেশকারের পুকুর চালা মাঠে গত ১১ই ফেব্রুয়ারী সন্ধ্যায় স্থানীয় ইমন স্মৃতি সংঘ আয়োজিত নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।  
  ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন সম্রাট।
  অন্যান্যের মধ্যে ব্যবসায়ী সামছুল সালেহীন, কৃষক লীগ নেতা মেহেদী হাসান সোহাগ, দেলেয়ার হোসেন দেলু, নজরুল ইসলাম ও স্বপন খান প্রমুখ উপস্থিত ছিলেন। ফাইনাল খেলা শেষে অতিথিগণ পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা ও ফাইনাল খেলায় ধারাভাষ্য প্রদান করেন আমির সোহেল।

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ