রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৪ই ফেব্রুয়ারী সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল আমিন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাদিয়া ফেরদৌস প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার বিপুল শিকদার, জেলা পরিষদের সিনিয়র সহকারী প্রকৌশলী ভাস্কর মৃধা, বিএডিসি’র সহকারী প্রকৌশলী আব্দুল বাতেন, পানি উন্নয়ন বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা গিয়াস উদ্দিন আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী ইকবাল সরদার, হাফিজুর রহমান, মোঃ রনি প্রমুখ উপস্থিত ছিলেন।