পঞ্চম বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হলেন রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন।
ভালো কাজের স্বীকৃতি হিসেবে পরপর গত দুই মাসের(ডিসেম্বর ও জানুয়ারী) জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হয়।
গত ২৭শে ফেব্রুয়ারী দুপুরে রাজবাড়ী পুলিশ লাইন্সের ড্রিলশেডে রাজবাড়ী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান তার হাতে অর্থ পুরস্কার ও সনদ তুলে দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন কুমার সাহাসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় ২০২১ সালের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারী মাসের ভালো কাজের স্বীকৃতি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, ডিআইও-১ মোঃ সাইদুর রহমান, ডিবি’র ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ রফিকুল রহমান, ডিএসবির এসআই মাসুদ খান, গোয়ালন্দ ঘাট থানার এসআই শামীম খান, ডিবি’র এসআই মোফাজ্জেল হক, রাজবাড়ী থানার এসআই মেজবা উদ্দিন, বালিয়াকান্দি থানার এসআই রাজিবুল ইসলাম ও ট্রাফিক সার্জেন্ট কামরুল হাসানকে পুরস্কার প্রদান করা হয়।
পঞ্চম বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হওয়ার প্রতিক্রিয়ায় রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, যেকোনো স্বীকৃতি বা পুরস্কারই আনন্দের। এই স্বীকৃতি আমাকে আরও ভালো কাজে অনুপ্রাণিত করবে।