রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৭ই মার্চ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভাসহ বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সঞ্চালনায় উন্নয়ন সমন্বয় কমিটির সভায় পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতিকুল ইসলাম, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল আমিন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নওয়াজিস রহমান বিশ্বাস, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফজলুল হক সরদার, ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দীন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাদিয়া ফেরদৌসী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম সহীদ নূর আকবর, জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান, গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আজমীর হোসেন, জেলা তথ্য অফিসার শাহিন মিয়া, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, করোনার কারণে গত দুই বছর মানুষ ঢাকা থেকে গ্রামের বাড়ীতে কম এসেছে। এ বছর হয়তো বেশী পরিমাণ মানুষ গ্রামের বাড়ীতে আসবে। তাই দৌলতদিয়া ঘাটে যাত্রীদের চাপ বৃদ্ধি পাবে। যাত্রীরা যেন নিরাপদে তাদের গন্তব্যে যেতে পারে তার জন্য সড়ক ও জনপথ বিভাগকে মহাসড়কের ছোট ছোট সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। বর্তমানে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। পঁচা-বাসী খাবার খাওয়া যাবে না। অতিরিক্ত ভাজাপোড়া খাবার পরিহার করতে হবে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ ব্যাপারে প্রচারণা চালাতে হবে।
উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা শেষে একই স্থানে জাতীয় শুদ্ধাচার কৌশলের ব্যাপক প্রচার ও জনঅবহিতকরণ, জেলা তথ্য অধিকার বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটি, জেলা কর্ণধার কমিটি ও জেলা পণ্য বিপণন মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।