ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
রাজবাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ
  • আসহাবুল ইয়ামিন রয়েন
  • ২০২২-০৫-০৮ ১৪:৫৮:২৮

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৮ই মে সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। 

  জেলা প্রশাসক ও কমিটির সভাপতি আবু কায়সার খানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহার সঞ্চালনায় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ^াস, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমীন করিমী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রহমান, রাজবাড়ী চেম্বার অব কমার্সের পরিচালক জাকির হোসেন, এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারগণ ও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

  সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, প্রশাসন ও পুলিশসহ সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টার কারণে এবারের ঈদুল ফিতরের সময় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাট দিয়ে তেমন ভোগান্তি ছাড়াই যাত্রী ও যানবাহন পারাপার করা সম্ভব হয়েছে। এই রুটের নিয়মিত যানবাহন ও যাত্রীদের পাশাপাশি মাওয়ার মতো অন্য রুটের যানবাহন ও যাত্রীরাও দৌলতদিয়া ঘাট ব্যবহার করায় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছিল। তবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সেটা নিরসন করা গেছে। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মহাসড়কের পাশে বিআইডবিøউটিসি’র স্থাপিত পণ্যবাহী যানবাহনের ওজন পরিমাপের স্কেলটির কারণে মানুষের অসুবিধা হচ্ছে। সেটি অন্যত্র সরিয়ে নেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হবে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে জেলায় কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তবে বিশ্বের বিভিন্ন স্থানে করোনার সংক্রমণ বাড়তে শুরু করায় আমরাও এর প্রভাব থেকে মুক্ত নই। সুতরাং যদি প্রয়োজন হয় তাহলে আমাদেরকে আবারও স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। 

  এছাড়াও সভায় জেলা পরিষদের বিভিন্ন অসমাপ্ত কাজের অগ্রগতি, অতীতে যেসব কাজ করা হয়েছে সেগুলোর ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো ঠিকমত কাজ সম্পাদন করেছে কি-না, দৌলতদিয়া ঘাট পরিস্থিতি, পাংশায় সন্ত্রাসী কর্মকান্ড বৃদ্ধি পাওয়া, মাদক নিয়ন্ত্রণ, লাইসেন্স বিহীন চালকদের মোটর সাইকেল চালানো বন্ধ করা, সদর হাসপাতালে ভারত সরকারের দেয়া আইসিইউ সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্স পরিচালনায় দক্ষ জনবল আছে কি-না, রাজবাড়ী পৌরসভা এলাকায় চুরির উপদ্রব বন্ধ করা, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মুরগীর ফার্ম থেকে শ্রীপুর বাস পর্যন্ত কাজের অগ্রগতিসহ জেলার আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।   

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ