ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
রাজবাড়ীতে প্রধান বিচারপতিসহ দুই বিচারপতিকে সংবর্ধনা প্রদান
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৫-০৮ ১৪:৫৯:৪৩

রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের উদ্যোগে গতকাল ৮ই মে দুপুরে সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি এস.এম কুদ্দুস জামানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

  জেলা বার এসোসিয়েশন চত্ত¡রে তাদেরকে এই সংবর্ধনা প্রদান করা হয়। জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ এটিএম মোস্তফা মিঠু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংবর্ধিত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে সংবর্ধিত বিচারপতি এস.এম কুদ্দুস জামান, অন্যান্য অতিথিদের মধ্যে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ রুহুল আমীন, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান, জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এডঃ স্বপন কুমার সোম ও সাবেক সভাপতি এডঃ মনজুর মোর্শেদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডঃ বিজন কুমার বোস ও যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ খান মোঃ জহুরুল হক।

  প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, এ ধরণের একটি অনুষ্ঠানে আসতে পেরে আমি আবেগাপ্লুত। সৃষ্টিকর্তা প্রতিটি প্রাণি সৃষ্টি করেছেন একে অপরের কল্যাণে, বিশেষ করে মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে একে অপরের সাথে সহমর্মিতার জন্য। আমি রাজবাড়ীর আইনজীবীদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আইনজীবী হিসেবে প্র্যাকটিস জীবনে এই বারের অনেকেই আমাকে বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করেছেন। এখনও যদি তাদের নাম বলতে বলা হয় আমি ১৫-২০ জনের নাম বলতে পারবো। রাজবাড়ীর অনেক আইনজীবী ঢাকা গেলে রাজবাড়ী থেকে মিষ্টি নিয়ে যেতেন। রাজবাড়ীর মানুষের সাথে আমার আত্মার বন্ধন রয়েছে। আল্লাহ্তা’লা আমাদেরকে এই পজিশনে নাও আনতে পারতেন। তাই আমাদেরকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। মানুষের মামলায় পড়ে আদালতের বারান্দায় ঘুরাঘুরি করাটা খুব কষ্টের। একটা কেস যদি ২০-২৫ বছর পেন্ডিং থাকে তাহলে মানুষ আমাদের প্রতি আস্থা রাখবে কেন? আস্থার মাত্রা আমার মনে হয় দিন দিন কমে আসছে। তাই আমাদের দায়িত্ব হলো বিচারপ্রার্থীদের আস্থা ফিরিয়ে আনা। রাজবাড়ীতে বার এসোসিয়েশনের সাথে জজশীপের যে সমস্যাটা আছে তা জেলা জজ বসে সুরাহা করে নিবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। রাজবাড়ীর জন্য যা যা করা দরকার তা আমি করবো। 

  বিচারপতি এস.এম কুদ্দুস জামান বলেন, মাননীয় প্রধান বিচারপতির কমিটমেন্ট বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। তিনি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই বিচার বিভাগ থেকে দুর্নীতি দূর করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আপনারা যার যার জায়গা থেকে সেটি বাস্তবায়নে কাজ করবেন। আইনজীবীরা পেশাদারীত্বের সাথে কাজ করবেন। মামলা জট কমানোর জন্য বিচারকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

  আলোচনা পর্বের আগে প্রধান বিচারপতিকে নিয়ে লেখা মানপত্র পাঠ করেন এডঃ দেবাহুতি চক্রবর্তী। এরপর জেলা বার এসোসিয়েশন, কর্মরত ও শিক্ষানবীশ আইনজীবীদের বিভিন্ন সংগঠন এবং আইনজীবী সহকারী সমিতির পক্ষ থেকে সংবর্ধিত বিচারপতিদের ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়। 

  এছাড়া বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে সাধারণ আসনের প্রার্থী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শাহ্ জিকরুল আহমেদের গোপালগঞ্জে নির্বাচনী সফরকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আকস্মিক মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ