ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
দেড় লাখ টাকার চুক্তিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আবুল হোসেন কলেজের শিক্ষক হিমেল
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৫-২৮ ১৪:৫১:১২
রাজবাড়ী ডিবি’র একটি দল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতির মামলায় গত ২৬শে মে দিবাগত রাতে শহরের ডাঃ আবুল হোসেন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মতিয়ার রহমান হিমেল ও অফিস সহকারী জাবেদ আলীকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

দেড় লক্ষ টাকার চুক্তিতে ৫০ হাজার টাকা অগ্রীম নিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন জালিয়াতি চক্রের হাতে তুলে দিয়েছিল রাজবাড়ী শহরের ডাঃ আবুল হোসেন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মতিয়ার রহমান হিমেল। তাকে এ কাজে সহযোগিতা করেছিল অফিস সহকারী জাবেদ আলী।     
  গত ২৬শে মে দিবাগত রাতে ডিবি’র একটি দল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতির মামলায় রাজবাড়ী শহরের ডাঃ আবুল হোসেন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মতিয়ার রহমান হিমেল(৪৬) ও অফিস সহকারী জাবেদ আলীকে গ্রেফতারের পর বেরিয়ে আসে থলের বিড়াল।
  ডিবি’র দলটি গত ২৬শে মে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মতিয়ার রহমান হিমেলকে সদর হাসপাতালের গেট থেকে এবং একই রাত ১টার দিকে জাবেদ আলীকে রাজবাড়ী শহরের লক্ষ্মীকোল আটাশ কলোনী এলাকার বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
  পরের দিন ২৭শে মে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে তারা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন হোসেনের নিকট ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।
  এছাড়া এই মামলায় ডিবি’র হেফাজতে রিমান্ডে থাকা অপর আসামী মাঈনুল ইসলাম হাওলাদারও একই বিচারকের নিকট স্বীকারোক্তিমূক জবানবন্দী প্রদান করে। এরপর তাদের ৩জনকে কারাগারে পাঠানো হয়।
  সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে ডাঃ আবুল হোসেন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মতিয়ার রহমান হিমেল বলেছে, গত ২০/০৫/২০২২ ইং তারিখে তার কলেজে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার কয়েকদিন পূর্ব থেকে মাঈনুল ইসলাম হাওলাদার (ইতিপূর্বে গ্রেফতারকৃত) তার(হিমেলের) ব্যবহৃত মোবাইল ফোনে (০১৯২৪৯৪৫৫৮৯) মাঈনুলের ব্যবহৃত মোবাইল ফোন (০১৯৭৪০৭০০১) থেকে ফোন দিয়ে দেড় লক্ষ টাকার বিনিময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন দেয়ার প্রস্তাব দেয়। সে (মতিয়ার রহমান হিমেল) রাজী হলে পরীক্ষার আগের দিন ১৯/০৫/২০২২ তারিখে মাঈনুল তাকে ৫০ হাজার টাকা দেয়। বাকী ১লক্ষ টাকা প্রশ্ন দেয়ার পর দিবে বলে জানায়। টাকা পাওয়ার পর হিমেল কলেজের অফিস সহকারী জাবেদ আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে প্রশ্ন দেয়ার জন্য ঠিক করেন। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ২০/০৫/২০২২ তারিখ বেলা ১১টায় পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট পর অফিস সহকারী জাবেদ আলী কলেজের প্রশাসনিক ভবনের বাথরুমের জানালায়(মসজিদের পাশে) প্রশ্নপত্র রেখে দিলে আমি(মতিয়ার রহমান হিমেল) সেখান থেকে প্রশ্নপত্র নিয়ে কলেজের সামনে অপেক্ষমাণ মাঈনুল ইসলামকে দিলে সে প্রশ্নপত্র নিয়ে মোটর সাইকেলযোগে চলে যায়। পরে মতিয়ার রহমান ফেসবুকে দেখতে পান যে, প্রশ্নপত্র ও বিভিন্ন ডিভাইসসহ মাঈনুল ইসলাম হাওলাদার ও আরো ১২জন পুলিশের নিকট ধরা পড়েছে।
  উল্লেখ্য, এই ২জন (মতিয়ার রহমান হিমেল ও জাবেদ আলী)কে নিয়ে প্রশ্নপত্র জালিয়াতির ঘটনায় মোট ১৫ জনকে গ্রেফতার করা হলো। পরীক্ষার দিন ২০শে মে দুপুরে ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে ডিবি’র একটি দল রাজবাড়ী পৌরসভার ভবাণীপুর বোম পুলিশের গলির জনৈক মিজানুর রহমানের বাড়ী থেকে প্রথমে ১৩ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে মাস্টার কার্ড সদৃশ সিম সংযুক্ত ডিভাইস, ছোট এয়ার ফোন, ২০টি মোবাইল ফোন, আড়ি পাতা ডিভাইসের ৬টি ছোট ব্যাটারী, ১টি পুরাতন মডেম, নগদ ১০ হাজার টাকা, সাদা কাগজে হাতে লেখা পরীক্ষার প্রশ্নের উত্তর, পরীক্ষার্থীর প্রবেশ পত্র ও প্রশ্নপত্রের ফটোকপি, গাইড বই, সোনালী ও ইউনিয়ন ব্যাংকের ২টি ডেবিট কার্ড এবং ২টি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়। প্রথম দফায় গ্রেফতারকৃত ১৩ জনের মধ্যে ৭জনই সরকারী চাকরীজীবী। তারা হলো-পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ও ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া গ্রামের মৃত সুলতান আহম্মেদ হাওলাদারের ছেলে মাঈনুল ইসলাম হাওলাদার(৩৬), রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও একই উপজেলার মালিয়াট গ্রামের ছালাম শিকদারের ছেলে রুমান হাসান রনি শিকদার(৩৬), কালুখালী উপজেলা মাজবাড়ী ইউনিয়নের খামারবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও খামারবাড়ী গ্রামের মৃত জুলমত মন্ডলের ছেলে ইব্রাহীম হোসেন মন্ডল(৩৪), কালুখালী উপজেলার পরিবার পরিকল্পনা পরিদর্শক ও একই উপজেলার মদাপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের খবির উদ্দিনের ছেলে রেজাউল করিম(৩০), কৃষি ব্যাংকের শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঘড়িষা শাখার কর্মকর্তা ও রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চরআফড়া গ্রামের আবুল কালামের ছেলে রুবেল মাহমুদ(৩৫), ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার পূর্ব তালগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও একই উপজেলার দক্ষিণ তালগাছিয়া গ্রামের মৃত শমসের আলী সরদারের ছেলে হারুন সরদার(৪৪), ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার মধ্য তালগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উত্তর তালগাছিয়া গ্রামের মৃত নাজেম আলী হাওলাদারের ছেলে নূরুল হক হাওলাদার(৪০)। অপর ৬ জনের মধ্যে মিজানুর রহমান(৪৩) মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চর কালিকাপুর দাখিল মাদ্রাসার জুনিয়র শিক্ষক ও রাজবাড়ী পৌরসভার দক্ষিণ ভবাণীপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে, আবু সালমান (৩০) এনজিও জাগরণী চক্রের কর্মী ও রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার চর নারায়ণপুর গ্রামের আব্দুল মাজেদের ছেলে, বিজয় বালা(৩২) মোবাইল সার্ভিসিং মেকার ও কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের শিকজান গ্রামের হিমাংশু বালার ছেলে, মুনছুর মন্ডল(৪০) কৃষক ও কালুখালী উপজেলার কালিকাপুর গ্রামের মৃত আমোদ আলী মন্ডল, সাগর আহম্মেদ(২৪) ছাত্র ও কালুখালী উপজেলার ছোট কলকলিয়া গ্রামের আকিম মন্ডলের ছেলে এবং ফরিদা বেগম(২৮) গৃহিনী ও প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষার্থী। তাদের মধ্যে মুনছুর মন্ডল ও ফরিদা বেগম স্বামী-স্ত্রী।
  এ ঘটনায় রাজবাড়ী ডিবির এসআই জাহাঙ্গীর মাতুব্বর বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩৫, তারিখ-২১/০৫/২০২২ইং, ধারাঃ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ সংশোধনী-২০১৩ এর ৬৩(২), তৎসহ ১৯৮০ সনের পাবলিক পরীক্ষা (অপরাধ) এর ৪২ নং আইনের ৪(ক)(খ)/৯(খ)।
  এ মামলায় সর্বশেষ গ্রেফতারকৃত ডাঃ আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক মতিয়ার রহমান হিমেল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রাইপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে এবং অফিস সহকারী জাবেদ আলী রাজবাড়ী শহরের লক্ষ্মীকোল আটাশ কলোনী এলাকার মৃত কুতুব উদ্দিনের ছেলে। এই নিয়ে ২দফায় গ্রেফতারকৃত ১৫ জনের মধ্যে ১ম দফায় ২জন এবং ২য় দফায় ৩জনসহ মোট ৫জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।
  রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন জালিয়াতি চক্রের সাথে জড়িত কেউ রেহাই পাবে না। তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে।

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ