ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
গোয়ালন্দ বাজারে প্রধান সড়কের ক্ষতি করে চলছে পৌর ড্রেনের নির্মাণ কাজ!
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৫-২৯ ১৪:৩১:৫৩

রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌর শহরের বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে পানি নিষ্কাশনের জন্য বাজার প্রধান সড়কের পাশে ড্রেন নির্মাণ করা হচ্ছে।
  কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার প্রভাবশালীদের স্থাপনা অক্ষত রাখার জন্য প্রধান সড়ক সংকুচিত ও ক্ষতি করে ড্রেন নির্মাণের অভিযোগ উঠেছে। সড়কের পাশ দিয়ে ড্রেন নির্মাণের কথা থাকলেও একাধিক স্থানে দুই থেকে আড়াই ফুট সড়ক ভেঙ্গে ড্রেন নির্মাণ করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
  জানা গেছে, গোয়ালন্দ পৌর শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করার জন্য পানি নিষ্কাশন করতে ৯ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে আরসিসি ড্রেন নির্মাণ কাজ শুরু হয়। এ প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ৩কিলোমিটার দৈর্ঘ্যরে ৭টি ড্রেন নির্মাণ করা হবে। ৫ ফুট ৮ ইঞ্চি প্রশস্ত এই ড্রেনের গভীরতা হবে গড়ে ৭ ফুট। বিশ্ব ব্যাংকের অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও গোয়ালন্দ পৌরসভার তত্ত্বাবধানে ঠিকাদারী প্রতিষ্ঠান কে.কে.আর এন্টারপ্রাইজ গত এপ্রিল মাসে এই ড্রেন নির্মাণ কাজ শুরু করে।
  স্থানীয়দের অভিযোগ, গোয়ালন্দ পৌর শহরের প্রধান সড়কের বাসস্ট্যান্ড থেকে বাজার অভিমুখী সড়কের পাশ দিয়ে ড্রেন নির্মাণের সময় ঠিকাদারী প্রতিষ্ঠান বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন স্থাপনা ভেঙ্গে ড্রেন নির্মাণ কাজ শুরু করলেও বাসস্ট্যান্ড থেকে ৫০-৭০ মিটার পর কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত হীরার বাড়ীর সম্মুখে পাকা সড়কের প্রায় আড়াই ফুট অংশ কেটে ড্রেন নির্মাণের জন্য খনন করা হয়। ব্যস্ততম এই সড়ক সংকুচিত ও ক্ষতি করে কাজ করায় স্থানীয়রা বিক্ষুদ্ধ হয়ে গত ২৮শে মে দুপুরে কাজ বন্ধ করে দেয়। খবর পেয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক ঘটনাস্থলে গিয়ে সড়কের ক্ষতি করে ড্রেন নির্মাণ কাজের সত্যতা পেয়ে কর্মরত ৪জন শ্রমিককে আটক করেন। প্রায় ৩ঘণ্টা আটক থাকার পর তারা মুচলেকা দিয়ে ছাড়া পায়। এছাড়া গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডলও সেখানে যান এবং কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
  এ ব্যাপারে পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল বলেন, গোয়ালন্দ শহরের মানুুষের দীর্ঘদিনের দুর্ভোগ জলাবদ্ধতা দূর করতে পানি নিষ্কাশন করার জন্য প্রধান সড়কের পাশ দিয়ে এবং বাজারের প্রতিটি গলিতে ড্রেন নির্মাণ করা হচ্ছে। কাজ করার সময় ঠিকাদারী প্রতিষ্ঠান নকশার বাইরে গিয়ে একটি স্থানে প্রধান সড়ক কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেই। পরবর্তীতে যথাযথভাবে ড্রেন নির্মাণের নির্দেশনা দিয়ে চিঠি প্রদান করা হয়েছে। এই শর্তে তারা পুনরায় কাজ শুরু করেছে।

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ