ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫
রাজবাড়ীতে ২দিনের তবলা বিষয়ক কর্মশালার সমাপনী
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৬-০৪ ১৮:২২:৫১

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে ও রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় ২দিনের তবলা বিষয়ক কর্মশালার সমাপনী, অভিজ্ঞানপত্র বিতরণ ও যন্ত্র সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।
  গতকাল ৪ঠা জুন বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং অভিজ্ঞানপত্র বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহা। জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশের সভাপতিত্বে এবং জেলা শিল্পকলা একাডেমীর সঙ্গীত প্রশিক্ষক আফসানা মিমির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তবলা বাদক ও প্রশিক্ষক আলিম চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার পাল প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে প্রধান অতিথিসহ অন্যান্যরা যন্ত্র সঙ্গীত পরিবেশন(তবলা বাজানো) উপভোগ করেন।
  উল্লেখ্য, ২দিনের এই তবলা বিষয়ক কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন তবলা বাদক ও প্রশিক্ষক আলিম চৌধুরী। জেলার ২১জন তবলা বাদক কর্মশালায় অংশগ্রহণ করেন।

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় সাবেক এমপি কাজী কেরামত আলী কারাগারে
গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ
কারাগারে যাওয়ার আগে জামায়াত নেতার সাথে সাবেক প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর করমর্দন
সর্বশেষ সংবাদ