ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
রাজবাড়ীর কুটিরহাট বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৪টি ফার্মেসীর জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৬-১৬ ১৫:০৯:০৩
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় গতকাল ১৬ই জুন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ী সদর উপজেলার কুটিরহাট বাজারের ৪টি ফার্মেসীকে জরিমানা করা হয়েছে -মাতৃকণ্ঠ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের কুটিরহাট বাজারের ৪টি ফার্মেসী (ওষুধের দোকান)কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
  গতকাল ১৬ই জুন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়। 
  অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সরকারী বিধি মোতাবেক ব্যবসা পরিচালনা না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় কুটিরহাট বাজারের মা মেডিকেল হলকে ৩হাজার টাকা, পাল মেডিকেল হলকে ৩হাজার টাকা, কুলছুম ফার্মেসীকে ১হাজার টাকা ও নিজাম ফার্মেসীকে ৩হাজার টাকা জরিমানা করা হয়। 
  সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর এবং পুলিশের একটি টিমসহ সংশ্লিষ্টরা অভিযানে সহযোগিতা করেন। এছাড়াও অভিযানকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

 

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‌্যালী-আলোচনা সভা
রাজবাড়ীতে দুই ব্যাংকের  প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
সর্বশেষ সংবাদ