ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
পাংশায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা
  • মোক্তার হোসেন/শামীম হোসেন
  • ২০২২-০৬-১৬ ১৫:০৯:৫৯
পাংশায় গতকাল বৃহস্পতিবার তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ১৬ই জুন ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। 
  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় পাংশা উপজেলা প্রশাসন গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে।
  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নুজহাত তাসনীম আওন। কর্মশালায় পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসানাৎ আল মতিন, পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, পাংশা মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) উত্তম কুমার ঘোষ, পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সেন, মাছপাড়া ইউপির চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), যশাই ইউপির চেয়ারম্যান ও যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোসেন খান, পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম এ নাহার, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আল মামুন ও ইউএফপিও খান এ আল মামুন প্রমূখ বক্তব্য রাখেন।
  বিভিন্ন ক্যাটাগারিতে মোট ৪৫ জন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সামাজিক সচেতনতা সৃষ্টির গুরুত্বারোপ করা হয়।

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ