ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে কালুখালীতে পুলিশের শোভাযাত্রা
  • ফজলুল হক/মোখলেছুর রহমান
  • ২০২২-০৬-২৫ ১৪:৪৮:৪০

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে কালুখালী থানা পুলিশ। 
  গতকাল ২৫শে জুন দুপুরে রাজবাড়ী জেলা পুলিশের ব্যানারে কালুখালীর রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রা বের হয়ে বাজার এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, কালুখালী থানার ওসি নাজমুল হাসান, পরিদর্শক(তদন্ত) আব্দুল গণি, সেকেন্ড অফিসার মনিরুজ্জামান মুন্সী, এসআই ফারুক হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন চৌধুরী রানা, রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মল কুমার সাহাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও থানা পুলিশের সদস্যগণ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
  শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীদের মিষ্টিমুখ করানো হয়। এর আগে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের নির্দেশনা অনুযায়ী কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটোর তত্ত্বাবধানে রতনদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বড় পর্দায় পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান দেখানো হয়।

 

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ