রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রীজ এলাকা থেকে ২৩৫ বোতল ফেন্সিডিলসহ বাসযাত্রী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গত ৪ঠা জুলাই বিকালে কুমারখালী থেকে ঢাকাগামী লালন পরিবহনের একটি বাস থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-রাজবাড়ী সদর উপজেলার রায়নগর গ্রামের ছবদুল বিশ্বাসের ছেলে আতিয়ার রহমান(৪২) ও তার স্ত্রী ফাল্গুনী বেগম(৩৫)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।