পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্য বিক্রি করা হয়েছে।
গতকাল ৫ই জুলাই দিনব্যাপী দাদশী ইউনিয়নের সিঙ্গা বাজারে ট্রাক সেলের মাধ্যমে ইউনিয়নের ১হাজার ৫৫ জন ফ্যামিলি কার্ডধারীর মধ্যে এই টিসিবির পণ্য (জনপ্রতি ৪০৫ টাকার প্যাকেজে ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল ও ৫৫ টাকা দরে ১ কেজি চিনি) বিক্রি করা হয়।
সকালে দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার শেখ দেলো আনুষ্ঠানিকভাবে টিসিবি’র পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন।