ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
ঈদুল আযহাকে সামনে রেখে তৎপর আহলাদীপুর হাইওয়ে থানার পুলিশ
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৭-০৬ ১৪:৪৩:১৯

আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে মহাসড়কে ছিনতাই-চাঁদাবাজীসহ অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে ব্যাপক তৎপর রয়েছে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়স্থ আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ। 
  সূত্র জানায়, আহলাদীপুর হাইওয়ে থানা দায়িত্বপ্রাপ্ত এলাকা হলো- ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের দৌলতদিয়া ঘাট থেকে বসন্তপুর সাইনবোর্ড পর্যন্ত ১৮ কিঃ মিঃ এবং রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীর বড়পুল মোড় পর্যন্ত ১০ কিঃ মিঃ। ঈদের সময় মহাসড়কে দুর্ঘটনা, চাঁদাবাজী, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের আশঙ্কা বেড়ে যায়। এ জন্য আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ তাদের তৎপরতা বাড়িয়েছে। বেপরোয়া গতিতে গাড়ী চালানো, ফিটনেস বিহীন গাড়ী চলাচল, লাইসেন্স বিহীন গাড়ী চালক, হেলমেট বিহীন মোটর সাইকেল চালকসহ অন্যান্য অনিয়মের বিরুদ্ধে তারা নিয়মিত মামলা দেয়াসহ জরিমানা আদায় করছে। 
  এ প্রসঙ্গে আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মোঃ তরিকুল ইসলাম বলেন, আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষ্যে তাদের দায়িত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণে রাখতে তারা সর্বোচ্চ সচেষ্ট রয়েছেন। তাদের প্রত্যেক কর্মকর্তা ও পুলিশ সদস্যরা নিরলসভাবে দিন-রাত তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে চলেছেন। হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ যানবাহনগুলো যাতে মহাসড়কে চলতে না পারে সে ব্যাপারে তারা জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে রয়েছে। 

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ