ঈদ-উল আযহা উপলক্ষ্যে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি সদর ইউনিয়নের ২ হাজার ৯১ জন দুস্থ মানুষের মধ্যে ১০ কেজি করে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে।
গতকাল ৬ই জুলাই সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই চাল বিতরণ করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর বিশ্বাস আলম, ট্যাগ অফিসার হিসেবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আফরোজসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।