জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা-২০২২ এর রাজবাড়ী জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ করা হয়েছে।
জাতীয় শিক্ষা উদযাপন কমিটি রাজবাড়ীর আয়োজনে গতকাল ৬ই জুলাই সকালে রাজবাড়ী অফিসার্স ক্লাব মিলনায়তনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহা, অন্যান্যের মধ্যে রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজেরে অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর ও বিজয়ী শিক্ষার্থী কুইন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন সরকারী দপ্তর ও শিক্ষা বিভাগের কর্মকর্তাগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আজকে বিভিন্ন ক্যাটগরীতে যে সকল শিক্ষার্থীরা পুরস্কারপ্রাপ্ত হয়েছে তাদের উচিত স্ব স্ব প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীদের এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য উসাহিত করা-যাতে যারা প্রতিভা থাকা সত্ত্বেও অংশগ্রহণ করে না তারাও অংশগ্রহণে উৎসাহী হয়। আমরা এখানে অধিকাংশই মুক্তিযুদ্ধের পরে জন্মগ্রহণ ও ছোট থাকার কারণে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের মতো জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি নাই। তবে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ে, জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাদের কাছ থেকে গল্প শুনে ও বিভিন্ন মাধ্যমে জাতির পিতার নেতৃত্বে আমাদের দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে কম-বেশী জানি। আর এরই মাধ্যমে আমরা আমাদের জাতির পিতাসহ স্বাধীনতা যুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। সুতরাং আমাদেরকে পড়াশোনার পাশাপাশি আমাদের জাতির পিতা, মুক্তিযুদ্ধ ও অন্যান্য বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে জাতির পিতার জীবনীর উপর রচিত তিন খন্ড বই, মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর রচিত গ্রন্থ ও বিভিন্ন দেশী-বিদেশী বই পড়ার অভ্যাস করতে হবে। যাতে আমরাসহ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে জাতির পিতার কন্যা বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধুর স্ব^প্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারি।
এছাড়াও তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় অংগ্রহণকারী ও বিজয়ীদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানান। বক্তব্যের শেষে তিনি বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার জেলা পর্যায়ের শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা কর্মকর্তা, এবং হামদ-নাত, ক্বেরাত, রচনা, বিতর্ক, কবিতা আবৃত্তি, সঙ্গীত, রোভার স্কাউট, গার্লস্ গাইড, বিএনসিসিসহ ২৭টি ক্যাটাগরীতে মোট ৬৬টি পুরস্কার বিতরণ করা হয়।