রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার সঙ্গীয় এসআই সোহেল রানা ও ফোর্সসহ পৌরসভা এলাকায় টহল ডিউটি করার সময় গত ২রা আগস্ট দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বেড়াডাঙ্গা সজ্জনকান্দা এলাকার জনৈক ডাঃ এম.এ কুদ্দুসের বাড়ীর সামনের পাকা রাস্তার উপর দিয়ে আনুমানিক ১লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ১টি চোরাই গরু পিকআপযোগে নিয়ে যাওয়ার সময় গরুটি উদ্ধার ও ২ গরু চোরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো ঃ ফরিদপুরের কোতয়ালী থানাধীন রসুলপুর গ্রামের চান খাঁর ছেলে রেজাউল খাঁ(৩৬) এবং রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের আঃ হাই শেখের ছেলে সজীব শেখ(২২)। উদ্ধারকৃত গরুটির মালিক রাজবাড়ী সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আঃ রাজ্জাক চৌধুরী। এ সংক্রান্তে রাজবাড়ী থানায় মামলা নং-২, তাং-০৩/০৮/২০২০ ইং, ধারাঃ ৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু করা হয়েছে।