ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
গোয়ালন্দে পদ্মা নদীর পাড়ে বিনোদন পিয়াসীদের ভিড়
  • হেলাল মাহমুদ
  • ২০২২-০৭-১২ ০১:০২:৩৫

ঈদের আনন্দে রাজবাড়ী জেলার গোয়ালন্দে পদ্মা নদীর পাড়ে ভিড় করছে বিনোদন পিয়াসীরা। 
  তারা সপরিবারে পদ্মার পাড়ে গিয়ে সময় কাটাচ্ছেন। একসাথে তুলছেন ছবি-সেলফি। শিশু-কিশোররা নাগর দোলায় চড়ে আনন্দ উপভোগ করছে। 
  গতকাল ১১ই জুলাই বিকালে গোয়ালন্দ উপজেলার অন্তারমোড় ভাঙ্গার ঘাট এলাকায় গিয়ে এই চিত্র দেখা যায়। 
  পদ্মা পাড়ে ঘুরতে আসা রিমি সুলতানা বলেন, ৩ বোনে মিলে ঘুরতে এসেছি। পদ্মার পাড়ের নির্মল বাতাস প্রাণ জুড়িয়ে যায়। এত সুন্দর লোকেশনে ছবি তুলতে মজা লাগে। 
  সোহেল রানা নামে আরেক দর্শনার্থী বলেন, নদীর পাড়ের সুন্দর দৃশ্য দেখার পাশাপাশি অনেকদিন পর নাগর দোলায় চড়লাম। খুব মজা পেয়েছি। 
  স্থানীয় ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন বলেন, সুন্দর প্রাকৃতিক দৃশ্যের কারণে প্রতিদিনই অনেক মানুষ এখানে ঘুরতে আসে। দর্শনার্থীদের জন্য এখানে কিছু অবকাঠামো ও পিকনিক স্পট করা হলে জায়গাটি আরও জমজমাট হয়ে উঠবে।

কালুখালীর লাড়িবাড়িতে ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাংশায় বিনামূল্যে ধান-পাট বীজ ও সার পেল ২৭৫০ জন প্রান্তিক কৃষক
বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে সরকারী জায়গায় নির্মিত ঘর উচ্ছেদ করলো প্রশাসন
সর্বশেষ সংবাদ