ঢাকা শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৮-০৫ ১৪:৫৬:৪৬
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল ৫ই আগস্ট কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল ৫ই আগস্ট বেলা সাড়ে ১১টায় কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
  জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি ও পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সহ-সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, অন্যান্যের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি। 
  এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর মাহফুজা খাতুন মলি, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিয়াদত আলী টগরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
  আলোচনা পর্বের শেষে অতিথিগণ শেখ কামাল স্মৃতি চ্যালেঞ্জ কাপ ১ম জাতীয় জুজুৎসু বীচ প্রতিযোগিতা-২০২২ এর রানার্স আপ হওয়া রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থা দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। 
  এরপর শেখ কামাল ও বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্টের শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন রাজবাড়ী পৌর নিউ মার্কেট মসজিদের ইমাম মাওলানা অছিকুর রহমান। 

রাজবাড়ীতে রেড ক্রিসেন্টের বিশুদ্ধ পানি ও শররত বিতরণ
রাজবাড়ীতে পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্সের সনদ বিতরণ
বৃষ্টির আশায় রাজবাড়ীতে বিশেষ নামাজ আদায়
সর্বশেষ সংবাদ