ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
রাজবাড়ী সদরের বেথুলিয়া সঃ প্রাঃ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন
  • হেলাল মাহমুদ
  • ২০২২-০৮-১৫ ১৫:০৮:১৪
গতকাল ১৫ই আগস্ট সকালে জাতীয় শোক দিবসে রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
  এ উপলক্ষে গতকাল ১৫ই আগস্ট সকালে বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। 
  বিদ্যালয়ের সভাপতি ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, এশিয়ান  টেলিভিশন ও দৈনিক সময়ের আলো পত্রিকার সাভার প্রতিনিধি দেওয়ান ইমন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফা খাতুন, আফরোজা বানু, কানিজ ফাতিমা, রওশন আরা বেগম, তুলি রাণী সাহাসহ অতিথিরা কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ ১৫ই আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

রাজবাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা
কালুখালীতে কিশোর নীরব হত্যা মামলার রহস্য উদঘাটন॥গ্রেপ্তার-১
 রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০টাকা  ও প্লেট নম্বরের দাবীতে সংবাদ সম্মেলন
সর্বশেষ সংবাদ