ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বালিয়াকান্দিতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও পথসভা
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৮-১৭ ১৫:০৪:৪৪

 

॥তনু সিকদার সবুজ॥ সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে গতকাল ১৭ই আগস্ট সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। 

  উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বালিয়াকান্দি বাজার এলাকা প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে পথসভায় মিলিত হয়। 

  উপজেলা আওয়ামী লীগেরসভাপতি আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে পথসভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার খান, যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, হারুন অর রশিদ, বহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলম, উপজেলা যুবলীগের আহ্বায়ক রাসেল খান রিজু, যুগ্ম-আহ্বায়ক শফিকুর রহমান তুহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিক খান সাদিদ প্রমুখ বক্তব্য রাখেন। 

  বক্তাগণ ২০০৫ সালের ১৭ই আগস্ট নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবি কর্তৃক দেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলার সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবী জানান। 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ