রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে গতকাল ৩০শে আগস্ট বেলা ১টার দিকে কালুখালী উপজেলার বোয়ালিয়া মোড় এলাকার ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ২হাজার টাকা জরিমানা করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিকসহ পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।