ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
রাজবাড়ীতে জাতিসংঘ সিডও কমিটির সমাপনী মন্তব্য বাস্তবায়ন পর্যালোচনা সভা
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৯-০৬ ১৫:০৯:১৭
আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা মহিলা পরিষদের আয়োজনে গতকাল ৬ই সেপ্টেম্বর সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পর্যালোচনা সভায় জেলা প্রশাসক আবু কায়সার খান বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা মহিলা পরিষদের আয়োজনে গতকাল ৬ই সেপ্টেম্বর সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতিসংঘ সিডও কমিটির সমাপনী মন্তব্য(২০১৬) বাস্তবায়ন পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। 
  জেলা মহিলা পরিষদের সভাপতি ডাঃ পূর্ণিমা দত্তের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান, অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক আজমীর হোসেন, মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এডঃ দেবাহুতি চক্রবর্তী, জেলা মহিলা পরিষদের সাবেক সভাপতি লাইলী  নাহার, সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখা দাস, সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, ডাঃ আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক শামীমা আক্তার মুনমুন, এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, অমিতা চক্রবর্তী, শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, কবি নেহাল আহমেদ ও সাংবাদিক এজাজ আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন শায়লা তাবাসুম। 
  প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করি। বঙ্গবন্ধুর ৬ দফার ভিত্তিতে ১৯৭২ সালের সংবিধান রচিত হয়েছিল। ১৯৭২ সালের মূল যে সংবিধান সেটি সিডও হওয়ার ৭/৮ বছর আগে হয়েছিল। ১৯৭২ সালের সংবিধান বলা হয়েছে ধর্ম-বর্ণ লিঙ্গ কোনো ক্ষেত্রে বৈষম্য করা যাবে না। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে আনার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। সে ক্ষেত্রে বিভিন্ন কোটা, নির্বাচনের ক্ষেত্রে সংরক্ষিত আসনের ব্যবস্থা ইত্যাদি রয়েছে পিছিয়ে পড়া মানুষকে সামনে এগিয়ে নিয়ে আসার জন্য। আমরা নিজেদের অজান্তেই পারিবারিকভাবে বৈষম্য করে থাকি-এটা আমাদের নিজেদেরকেই পরিবর্তন করতে হবে।  
  অন্যান্য বক্তাগণ বলেন, সরকার জাতিসংঘ প্রণীত নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ (সিডও) অনুমোদন করেছে। কিন্তু সনদের গুরুত্বপূর্ণ ২টি ধারায় এখনো আপত্তি প্রত্যাহার করেনি। সিডও সনদের পূর্ণ অনুমোদন না দেওয়ায় সংবিধানে নারী-পুরুষের যে সমতার কথা বলা হয়েছে তা এখনও কার্যকর হচ্ছে না।

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ