রাজবাড়ীর সদর উপজেলার পাঁচুরিয়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে চরমপন্থী সন্ত্রাসী ও বিভিন্ন মামলার আসামী আলম ওরফে বেগী আলম (৪০)কে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ।
গ্রেফতারকৃত বেগী আলম গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ছোট ভাকলা গ্রামের বেগী উম্বারের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক(তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ই আগস্ট রাত ১০টার দিকে রাজবাড়ী জেলা সদরের পাঁচুরিয়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী বেগী আলমকে গ্রেফতার করা হয়। তার নামে গোয়ালন্দ ঘাট ও রাজবাড়ী থানায় অপহরণ, চাঁদাবাজী, দ্রুত বিচার, অস্ত্র, ডাকাতি, মারামারিসহ বিভিন্ন মামলা রয়েছে।