রাজবাড়ী সদর উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে বানীবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামের হড়াই নদীতে আড়াআড়িভাবে দেয়া অবৈধ বাঁশের বাঁধ অপসারণ এবং বেশকিছু চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।
গতকাল ১লা অক্টোবর দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল, বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেফালী খাতুনসহ মৎস্য বিভাগের কর্মচারী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।