ঢাকা শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
ফরিদপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু
  • খালেদা ইয়াসমিন লিপি
  • ২০২২-১১-২৫ ১৪:০৩:০৩

ফরিদপুরের শুরু হয়েছে ২দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা। গতকাল শুক্রবার দুপুরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান,পিপিএম ও জেলার বিভিন্ন দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ২০০৮ সালে ডিজিটালাইজেশনের যাত্র শুরু হয়। অল্প সময়ের ব্যবধানেই অভুতপূর্ব সাফল্য এসেছে। দেশে ৮ হাজার ৮০টি ডিজিটাল সেন্টার স্থাপনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের জণগোষ্ঠিকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হয়েছে। মেলায় ৫০টি স্টলে সরকারের বিভিন্ন দপ্তরের সেবার চিত্র তুলে ধরা হচ্ছে। আজ শনিবার মেলার সমাপ্তি ঘটবে।

নিত্যপণ্যের দাম সহনশীল রাখতে কাজ করতে হবে  ---বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী
তিন প্রজন্মের শিল্পীর রং তুলিতে সাম্রাজ্যবাদ বিরোধী প্রতিবাদ
‘সব অপশক্তি মোকাবিলায় আন্দোলন গড়ে তুলতে হবে’
সর্বশেষ সংবাদ