ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
ভ্রাম্যমাণ আদালতে রাজবাড়ী শহরের তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১১-২৯ ১৫:৪৯:০৬

বিভিন্ন অনিয়মের দায়ে রাজবাড়ী শহরের ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
   গতকাল ২৯শে নভেম্বর বিকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরীর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স হালনাগাদ নবায়ন ও দক্ষ জনবল না থাকা এবং সেবা গ্রহীতাদের প্রতি অবহেলাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী শহরের পাবলিক হেলথ মোড় এলাকার আল মদিনা ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৫ হাজার টাকা, সরকারী স্টাফ কোয়ার্টারের সামনের (বাস মালিক সমিতির অফিস সংলগ্ন) লাইফ কেয়ার ক্লিনিকের মালিকককে ৫ হাজার টাকা এবং বড়পুল এলাকার ডাঃ রতন ক্লিনিকের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুল গাফ্ফার, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোঃ আক্কাস আলী ও জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিকসহ পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

আন্তঃনগর মধুমতী এক্সপ্রেসে প্রায়ই যান্ত্রিক ত্রুটি॥বেড়েছে যাত্রী ভোগান্তি
রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সিরাজ-সম্পাদক উৎসব
১২তম জাতীয় আইনগত সহায়তা দিবস কাল
সর্বশেষ সংবাদ