ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
পাংশায় মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি ও সুষম মাত্রায় সার ব্যবহারের উপর কৃষক প্রশিক্ষণ
  • মোক্তার হোসেন
  • ২০২২-১২-১১ ১৩:৩৬:৫৩

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গতকাল ১১ই ডিসেম্বর মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি ও সুষম মাত্রায় সার ব্যবহারের উপর ১দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

  কৃষি মন্ত্রণালয়ের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ফরিদপুর আঞ্চলিক কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।

  জানা যায়, গতকাল রবিবার ২৫জনের দু’টি ব্যাচের মোট ৫০ জন কৃষক মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি ও সুষম মাত্রায় সার ব্যবহারের উপর কৃষক প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

  প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোঃ মোতাসীম আহম্মেদ, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আল-আমিন হোসেন বিষয়ভিত্তিক আলোচনা করেন। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময় ধরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ