ঢাকা রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরী চলাচল আবারও সাড়ে ৫ ঘণ্টা বন্ধ ছিল
  • মইনুল হক মৃধা
  • ২০২২-১২-৩০ ১৩:০৯:৫৯

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরী চলাচল আবারও সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। 

   বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে গত ২৯শে ডিসেম্বর দিবাগত রাত ২টা থেকে ফেরী চলাচল বন্ধ করে দেয়া হয়। গতকাল ৩০ ডিসেম্বর সকালে কুয়াশা কেটে গেলে সাড়ে ৭টার দিকে পুনরায় ফেরী সার্ভিস চালু করা হয়। ফেরী চলাচল বন্ধ থাকার সময় দৌলতদিয়া ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকা পড়ে।
   বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ সালাহউদ্দিন বলেন, শীতের সময়ে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মাঝে-মধ্যেই ফেরী চলাচল বন্ধ রাখতে হয়। মূলতঃ মাঝ রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার সমস্যা বেশী থাকে। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরী সার্ভিস চালু করা হয়। 

পাংশায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দুর্নীতির প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলন
বহরপুরে ইসলামী ছাত্র শিবিরের  উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
সরকার পরিবর্তনের পরদিন দখল হয়ে যায় অন্তারমোড়-রাখালগাছি খেয়া ঘাট
সর্বশেষ সংবাদ