ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
রাজবাড়ীর শহীদওহাবপুরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০৬-০৪ ১৪:৩৫:৫২

রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গত ৩রা জুন বিকেলে মাদক, ইভটিজিং, চুরি, সন্ত্রাস নৈরাজ্য নির্মূল ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

  সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান বক্তব্য রাখেন। 

  অন্যান্যের মধ্যে রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহদাত হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা আব্দুল গফুর মোল্লা, সদর উপজেলা কমিউনিটি পুলিশের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইব্রাহিম মল্লিক বাবু, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মোল্লা, শহীদ ওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ ফরিদ আহম্মেদ, শহীদ ওহাবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ বাবু শেখ, প্যানেল চেয়ারম্যান-২ মোঃ আব্দুল মান্নান খান, আওয়ামী লীগ নেতা মোঃ ইউসুফ আলী ভূঁইয়া ও মোঃ হালিম মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। 

  সভায় রাজবাড়ী থানার ওসি মোঃ শাহদাত হোসেন বলেন, এ এলাকায় কোন অপরাধের সংবাদ পেলে গোপনে পুলিশকে জানান।

  অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান সভায় উপস্থিত সকল ব্যক্তির কাছে পুলিশ কর্মকর্তাদের ভিজিটিং কার্ড বিতরণ করে অপরাধী সম্পর্কে তথ্য পুলিশকে জানানো এবং আইন-শৃঙ্খলা উন্নয়নের জন্য সহযোগিতা কামনা করেন।

  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ভূঁইয়া। 

  মতবিনিময় সভার আয়োজন করেন শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদ, রাজবাড়ী সদর উপজেলা কমিউনিটি পুলিশ ও ১০নং বিট পুলিশ। 

  মতবিনিময় সভায় খোলামেলাভাবে এলাকার বিভিন্ন অভিযোগ পুলিশ কর্মকর্তা ধৈর্য্য সহকারে শোনেন ও পরামর্শ দেন।  

আন্তঃনগর মধুমতী এক্সপ্রেসে প্রায়ই যান্ত্রিক ত্রুটি॥বেড়েছে যাত্রী ভোগান্তি
রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সিরাজ-সম্পাদক উৎসব
১২তম জাতীয় আইনগত সহায়তা দিবস কাল
সর্বশেষ সংবাদ